@raselhossain
যে যেতে চায়, তাকে যেতে দাও।
জোর করে ধরে রাখলে সম্পর্ক বাঁচে না,
শুধু দুজনেরই শ্বাস বন্ধ হয়ে যায়।
মানুষ চলে গেলে জায়গা খালি হয়, জীবন শেষ হয় না।
সেই খালি জায়গাটা প্রথমে কষ্ট দেবে, কিন্তু ধীরে ধীরে তুমি বুঝবে—যে থাকতে চায় না, তাকে ছেড়ে দেওয়াটাই ছিল সবচেয়ে ভালো সিদ্ধান্ত।
ছেড়ে দেওয়া মানে হেরে যাওয়া না।
ছেড়ে দেওয়া মানে নিজেকে বাঁচানো।