Rasel Hossain
@raselhossain
I am a youtuber
My tg channel is :
Online earning ark
নো মেসেজ, নো ব্যাখ্যা, নো নিশ্চয়তা -
যখন তুমি কারও কাছ থেকে এসব আশা করা বাদ দাও,
কিছু সময় পাড় হলে দেখবে এটাই তোমাকে সবচেয়ে শান্ত রাখবে।

0
1
3
সব কথার জবাব দিতে নেই।
মাঝে মাঝে নীরবতাই সবচেয়ে বড় উত্তর।
কারন যে তোমাকে ভুল বুঝতে চায়,
সে তোমার হাজার ব্যাখ্যাতেও সঠিকটা বুঝতে চাইবে না।

0
0
2
যে যেতে চায়, তাকে যেতে দাও।
জোর করে ধরে রাখলে সম্পর্ক বাঁচে না,
শুধু দুজনেরই শ্বাস বন্ধ হয়ে যায়।
মানুষ চলে গেলে জায়গা খালি হয়, জীবন শেষ হয় না।
সেই খালি জায়গাটা প্রথমে কষ্ট দেবে, কিন্তু ধীরে ধীরে তুমি বুঝবে—যে থাকতে চায় না, তাকে ছেড়ে দেওয়াটাই ছিল সবচেয়ে ভালো সিদ্ধান্ত।
ছেড়ে দেওয়া মানে হেরে যাওয়া না।
ছেড়...

0
0
2
Hey friend 👋
I just joined this and got some rewards.
You should try it once — maybe luck is on your side
🎁 $9,999 waiting for you!

0
0
4
জীবন যদি অসম্ভব কঠিন মনে হয়,
ভাববে না তুমি ব্যর্থ।
এর মানে তুমি এখনো চেষ্টা করছো।
একটু একটু করে টিকে থাকার চেষ্টা।
আর এই চেষ্টাটাই সবচেয়ে জরুরি।

0
0
3
Letting go doesn’t mean you didn’t care.
It means you stopped hurting yourself to keep someone.

0
0
3
সব সম্পর্ক ধরে রাখার জন্য হাত জোড় করতে নেই।
যে থাকার সে এমনিতেই থাকবে, আর যে যাওয়ার সে হাজার চেষ্টাতেও অজুহাত খুঁজে বের করবে।
আত্মসম্মান বিসর্জন দিয়ে কাউকে আটকে রাখা যায় না, আটকে রাখা উচিতও না।

0
0
3






