Tufan.base.eth🎩 pfp
Tufan.base.eth🎩

@tufanur

কিছু টাকা মাইনে দেবে বলে ওরা সময় কিনে নিলো আমার থেকে। আমিও নিজেকে বিলিয়ে দিলাম বিনা বাক্যে। দিন শেষে ঘন্টা দুয়েকের ঘুম কিনি, এই তো। এভাবেই ব্যস্ত জীবনটা চলছিলো মন্দ না। তারপর একদিন ভীষণ আকুতি নিয়ে খানিকটা সময় ধার চাইলো কেউ। আমি পকেট হাতড়ে অনেকগুলো টাকা পেলাম, বালিশের নিচে হাতড়ে মিনিট দশেকের ঘুমও পেলাম, কিন্তু নিজের ভেতর তন্নতন্ন করে খুঁজেও এক ফোঁটা সময় পেলাম না।
4 replies
0 recast
7 reactions