RUHAN pfp
RUHAN

@rased2010

আর আমি সেই ধুলোমাখা বিবর্ণতা,বিশ্রী সৌন্দর্যে আবৃত পড়ে থাকা এক মই। যেন ছেঁড়া বই,তুমি পড়বে বলে ভেবে রই,বেলা তো শেষ পড়লে আর কই? তবে কি মিছেই এতো কথোপকথন,তবে কি ভুল ছিলো এই ভাবনায়? জড়িয়ে যাওয়া এই অদ্ভুত মায়ার ঘোরে যাবে কি থেকে কল্পনায়?
0 reply
0 recast
4 reactions